Recent Posts

Wednesday, July 1, 2015

Pen Drive Format দেয়ার উপায়

কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে pen drive format করা যায়।
 তাহলে শুরু করা যাকঃ

১। প্রথমে কম্পিউটার চালু করে Pen drive বা memory card কম্পিউটারে connect করে start+run এ গিয়ে সেখানে

২। dos mode command prompt চালু করুন।

৩। এখানে disk part লিখে enter চাপুন।

৪। list disk লিখে enter চাপুন ।

৫। এখন একটা List এ  Pen drive সহ যে Memory  drive গুলো কম্পিউটারে connect করা আছে সেগুলো
দেখাবে ।

৬।  select disk 1 লিখে Enter চাপুন  (computer এ  শুধু hard disk ও pen drive  লাগানো থাকলে disk 1 এ pen drive থাকে।)

(আরো drive লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে Enter চাপতে হবে)৭। clean লিখে এন্টার চাপতে হবে।

৮।  creat partition primary লিখে Enter চাপুন। ।

৯। exit লিখে Enter চাপুন ।

এখন দেখুন আপনার pen drive এর সম্পূর্ণ Space ব‍্যবহারের উপযোগী। যে Pen drive  বা Memory Format  হত না এখন তা  আগের মত Format দিন। অবশ‍্যই Format নিবে।
Share:

0 comments:

Post a Comment

Blogger templates

Sample Text